
জাজিরা প্রতিনিধি, শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মিজান মাঝি নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে একই জমি দুই ব্যক্তিকে বিক্রি করে প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বিকে নগর ইউনিয়নের দৈনিক বাজার এলাকায় ভুক্তভোগী ও স্থানীয়রা মিজান মাঝির বিচারের দাবিতে এ মানববন্ধন করে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, মিজান মাঝি জমি বিক্রির নামে বারো লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং শালিস বৈঠকের আহ্বান জানানো হলেও তিনি সাড়া দেননি। অভিযোগ রয়েছে, সাত বছর আগে মিজান স্থানীয় নূরা মাঝির কাছ থেকে বিকে নগর মৌজার একটি জমি ক্রয় করেন এবং পরে জমিটি নিজের নামে নামজারি করেন। এর পরের বছর তিনি জমিটি তার ছেলে-মেয়েদের নামে দলিল করেন, কিন্তু তাদের নামে নামজারি করেননি।
সম্প্রতি মিজান একই জমি ফুলমতি নামে এক মহিলার কাছে বারো লাখ টাকায় বিক্রি করেন। ফুলমতি জমির নামজারি করতে গেলে জানতে পারেন, জমির আসল মালিক মিজানের সন্তানরা। বিষয়টি জানার পর ফুলমতি শরীয়তপুর আদালতে প্রতারণা মামলা দায়ের করেছেন। মিজানের বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীদের ন্যায্য বিচার দাবি করেন।