Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / আমবাগানে মিললো দুই বালতি হাতবোমা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমবাগানে মিললো দুই বালতি হাতবোমা

May 09, 2025 01:09:19 PM   স্টাফ রিপোর্টার
আমবাগানে মিললো দুই বালতি হাতবোমা

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি আমবাগানের পাশ থেকে দুই বালতি ভর্তি হাতবোমা (ককটেল) উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বালতিতে মোট ২২টি হাতবোমা ছিলো বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দুলাল আকন। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিকে নগর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের একটি আমবাগান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

ওসি দুলাল আকন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একটি আমবাগানে ককটেল সাদৃশ্য বস্তু লুকানো আছে। পরে ঘটনাস্থলে গিয়ে দুই বালতি ভর্তি ককটেল উদ্ধার করি—একটিতে ১২টি এবং অপরটিতে ১০টি। এরপর ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করে। এখনো পর্যন্ত কে বা কারা এসব বোমা রেখেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”