
গাজীপুর প্রতিনিধি:
ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে দর্শনার্থীদের এক জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে গাজীপুরের নাওজোড় এলাকার ‘ফেউছাগাড়া’ বা স্থানীয়ভাবে পরিচিত ‘ভাঙ্গা ব্রিজ’। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি দিনে দিনে হয়ে উঠেছে এক আকর্ষণীয় বিনোদন স্পট।
বিশেষ করে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে গাজীপুর ও আশেপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন এখানে একটু প্রশান্তি খুঁজতে। সবুজে ঘেরা পরিবেশ, ছোট্ট নদী কিংবা খালের ওপর ভাঙা ব্রিজের দৃশ্য এবং আশেপাশের গ্রামীণ আবহ দর্শনার্থীদের মুগ্ধ করে।
স্থানীয় ব্যবসায়ীরাও এতে লাভবান হচ্ছেন। গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান, নৌকা ভ্রমণের ব্যবস্থা এবং শিশুদের খেলনার স্টল।
দর্শনার্থীরা বলছেন, ‘এখানে এসে খুব শান্তি লাগে। পরিবার নিয়ে ভালো সময় কাটানোর মতো জায়গা। তবে জায়গাটির আরও পরিচর্যা ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ালে ভালো হয়।’
এমন দর্শনীয় স্থানকে আরও সুসংগঠিত ও পর্যটনবান্ধব করে গড়ে তোলার জন্য স্থানীয় প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।