Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / জাতীয় প্রেসক্লাবে শীতকালীন পিঠা উৎসব উদ্বোধন করলেন হোসাইন মোহাম্মদ সেলিম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

জাতীয় প্রেসক্লাবে শীতকালীন পিঠা উৎসব উদ্বোধন করলেন হোসাইন মোহাম্মদ সেলিম

January 23, 2025 06:53:15 PM   অনলাইন ডেস্ক
জাতীয় প্রেসক্লাবে শীতকালীন পিঠা উৎসব উদ্বোধন করলেন হোসাইন মোহাম্মদ সেলিম

স্টাফ রিপোর্টার:
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তীতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএসইসি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক দেশেরপত্র ও দৈনিক বজ্রশক্তির প্রধান উপদেষ্টা, মেকদাদ মেহরাদ এগ্রো লি. এর চেয়ারম্যান, হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক।

ডিএসইসি’র সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওজিএস গ্রুপের মার্কেটিং পরিচালক হান্নান হায়দার।

উদ্বোধক ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, শীতকালীন পিঠা উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। নানান কারণে নানানভাবে ঐতিহ্যগুলি হারিয়ে যেতে বসেছে। আজকের সাব এডিটর‘স কাউন্সিল আয়োজিত এই শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠান আমাদের হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি -বলেন তিনি।

crest hm salimঅনুষ্ঠানের এক পর্যায়ে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, সাংবাদিকদের কাছে জাতির অনেক আশা, আকাংক্ষা, প্রত্যাশা থাকে কিন্তু সাংবাদিকদের সুবিধা-অসুবিধা নিয়ে ভাববার লোক কম। সাংবাদিকতা হবে বস্তুনিষ্ঠ, মানবতার কল্যাণে সকল অন্যায়ের বিরুদ্ধে। পক্ষান্তরে সাংবাদিকদের ব্যাপারেও আমাদের সকলের একটা দায়-দায়িত্ব থাকা উচিত।

নানান সঙ্কটে, নানান সমস্যায় জর্জরিত সাংবাদিকরা। নানান দিক থেকে অধিকার থেকে বঞ্চিত তারা। সাংবাদিকদের অধিকার রক্ষায় এবং এমন উৎসাহ উদ্দীপনা সৃষ্টিকারী যেকোনো আয়োজনের ক্ষেত্রে আমার পক্ষ থেকে সবরকমের সহযোগিতা এবং অংশগ্রহণ থাকবে বলে আশ্বাস দেন হেযবুত তওহীদের এই নেতা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মফিজুর রহমান বাবু, মামুন, শাহেদ আহমেদ প্রমুখ।

এর আগে, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলমের পিঠা খাওয়ার মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে। এসময় একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সাংবাদিক নেতৃবৃন্দ পারষ্পরিক কুশলাদী বিনিময় করেন।