Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / জামালপুরে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

জামালপুরে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

May 16, 2025 08:24:15 PM   অনলাইন ডেস্ক
জামালপুরে পাটক্ষেত থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় গ্রামে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, "আজ সকালে অর্ধগলিত মরদেহটি এলাকাবাসী দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে আছি। মরদেহটির পরিচয় শনাক্তে জামালপুর পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে আসছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, ইনশাআল্লাহ দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।"

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। তাদের ধারণা, অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে মুখমণ্ডল আগুনে পুড়িয়ে লাশটি ফেলে রাখা হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ২৫ থেকে ২৮ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

এখনও পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।