Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / জামালপুরে রশিদা বিড়ির নকল ব্যান্ডরোলসহ আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জামালপুরে রশিদা বিড়ির নকল ব্যান্ডরোলসহ আটক ২

May 02, 2025 12:01:56 AM   অনলাইন ডেস্ক
জামালপুরে রশিদা বিড়ির নকল ব্যান্ডরোলসহ আটক ২

জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোলসহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর শহরের মুকুন্দবাড়ির ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিমিটেডের ৩০ নম্বর রশিদা বিড়ি কোমরপানীর ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা (৩৮) এবং ক্যাশিয়ার মোঃ নূর আনোয়ার (৩৫)।

জামালপুর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সন্ধ্যায় জামালপুর-শেরপুর সড়কের ডাকপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় ডিবি পুলিশ একটি সিএনজিতে তল্লাশি চালায়। এ সময় ৫৮ হাজার নকল ব্যান্ডরোলসহ তাদের আটক করা হয়। নকল ব্যান্ডরোল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

আটককৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, রশিদা বিড়ি কোম্পানি দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। নকল ব্যান্ডরোলের ব্যবহার সরকারি রাজস্বের উপর মারাত্মক ক্ষতি সাধন করে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে