
ঝিনাইগাতী সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৩ এর তাৎপর্য নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শেরপুর জেলা ট্রাক,মিনিট্রাক,ড্রাম ট্রাক,ট্যাংক লড়ী ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এর আওতাধীন ঝিনাইগাতী থানা উপ-কমিটির আয়োজনে খৈলকুরা অফিস কার্যালয়ে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ভোর ৬ টায় জাতীয় ও সংগঠনটির পতাকা উত্তোলন,সকল শহিদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন ও পবিত্র কোর তেলাওয়াতের মধ্যদিয়ে মোনাজাত ও দোয়া করা হয়।
সকাল ১১ টায় শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক,ট্যাংকলড়ী ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ঝিনাইগাতী শাখা হইতে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
শেরপুর জেলা ট্রাক,মিনিট্রাক,ড্রামটাক,ট্যাংকলড়ী ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেরপুর জেলা ট্রাক,ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মোঃ মশিউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ ফারুক আহমেদ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফকির মোঃ সাইফুল ইসলামসহ শেরপুর জেলা ট্রাক,মিনিট্রাক,ড্রামটাক,ট্যাংকলড়ী ও কভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ঝিনাইগাতী শাখার স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন অত্র উপ কমিটির সাবেক সভাপতি আব্দুস ছামাদ ও আনোয়ার হোসেন, সাবেক সম্পাদক হানিফ উদ্দিন, সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।