
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে একটি ইটভাটাকে দুই লক্ষ টাকা জরিমানা এবং এক মাদক কারবারিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের শুকতারা ব্রিকসের স্বত্বাধিকারী করির হোসেন জমাদ্দারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে দুইলাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড আদায়পূর্বক সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে আরেকটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিধান মোতাবেক লিটন মাঝিকে গাঁজা বহনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আটক লিটন মাঝি নলছিটি পৌরসভার অনুরাগ গৌড়িপাশা এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করে আভিযানিক একটি দল। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।