
ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করতে এসে সাহেব আলী (১০১) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে গালুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা ফাউন্ডেশন জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা, মরহুম মোহাম্মদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি চার মেয়ে রেখে গেছেন।
সাহেব আলী দীর্ঘদিন ঢাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন। তার নাতি জলিল জানান, আজানের সঙ্গে সঙ্গেই তিনি ওযু করে দ্রুত মসজিদে প্রবেশ করেন। তখনই হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং রাত ৯টার দিকে মৃত্যুবরণ করেন।
মসজিদের ইমাম হাফেজ ইয়াহিয়া বলেন, সাহেব আলী ছিলেন এই মসজিদের নিয়মিত মুসল্লি। লাইলাতুল কদরের রাতে নামাজ পড়তে এসে মসজিদেই তার মৃত্যু হয়েছে, যা অত্যন্ত ভাগ্যের বিষয়।
রাজাপুর মডেল মসজিদের মোয়াজ্জেম মোসাদ্দেক বিল্লাহ জানান, রমজান মাসে মৃত্যু বরন করা সৌভাগ্যের ব্যাপার, বিশেষ করে লাইলাতুল কদরের রাতে মৃত্যু পাওয়া অত্যন্ত প্রশংসনীয়।