Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ঝালকাঠিতে গাছের সঙ্গে ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঝালকাঠিতে গাছের সঙ্গে ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত

April 26, 2025 09:28:57 PM   অনলাইন ডেস্ক
ঝালকাঠিতে গাছের সঙ্গে ধাক্কায় সরকারি কর্মকর্তা নিহত

ঝালকাঠিতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৪৭) নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঢাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অফিসিয়াল কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বরিশালে যাচ্ছিলেন সাইদুর রহমান। পথে ঢাপড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।