
ঝালকাঠির নলছিটি উপজেলার পৌরসভা এলাকার সূর্যপাশা গ্রামে ধান কেনার নামে ডেকে নিয়ে এক ব্যবসায়ীর তিন ছেলেকে ধারালো দা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮৭ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সূর্যপাশা এলাকার মোনাই বাড়িতে। আহতদের পিতা মো. নূরে আলম হাওলাদার এ ঘটনায় নলছিটি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, সূর্যপাশার বাসিন্দা ও ধান ব্যবসায়ী মো. নূরে আলম হাওলাদারের তিন ছেলে—তারেক, তুহিন ও তাহিন হাওলাদার—স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান কেনাবেচার সঙ্গে যুক্ত। ঘটনার দিন অভিযুক্তরা ধান বিক্রির কথা বলে তাদের মোনাই বাড়িতে ডেকে নেয়। সেখানে গিয়ে ধানগুলো কাঁচা ও ভিজা দেখে তারা না নিতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিতে তিন ভাইয়ের ওপর হামলা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে হিরন তালুকদার দা দিয়ে তারেক হাওলাদারের মাথায় দুটি কোপ দেন, হারুন তালুকদার লোহার রড দিয়ে তার ডান হাতে আঘাত করেন এবং অন্য অভিযুক্তরা বাকি দুই ভাইকে বেধড়ক মারধর করেন। এ সময় তারেক হাওলাদারের পকেটে থাকা ধান কেনার জন্য রাখা নগদ ৮৭ হাজার টাকা ও একটি রেডমি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী পিতা মো. নূরে আলম হাওলাদার বলেন, ‘আমার ছেলেরা দীর্ঘদিন ধরে ধান কেনাবেচার সঙ্গে জড়িত। সেদিন ধান দেখে না নেওয়ার সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। তারা হত্যার উদ্দেশ্যেই কুপিয়েছে এবং সঙ্গে থাকা টাকা ও ফোনও নিয়ে গেছে। আমি থানায় মামলা করেছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।