Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

February 26, 2025 11:33:50 AM   অনলাইন ডেস্ক
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দেওয়া হয়েছে, যা একপর্যায়ে তার মৃত্যুর কারণ হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম।

তবে নিহত যুবকের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় কয়েকজন ব্যক্তি ওই যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করে। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে গিয়ে মারধর করা হয়। একপর্যায়ে অতিরিক্ত মারধরের ফলে যুবকটি মারা গেলে অভিযুক্তরা মরদেহ ফেলে চলে যায়।

পুলিশ রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওসি ফরিদুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।