Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টঙ্গীতে ট্রেনে কাঁটা পরে যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টঙ্গীতে ট্রেনে কাঁটা পরে যুবকের মৃত্যু

February 25, 2025 08:00:26 PM   উপজেলা প্রতিনিধি
টঙ্গীতে ট্রেনে কাঁটা পরে যুবকের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নুর হোসেন লিটন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন লিটন টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার শাহাজাহান আলীর ছেলে। তিনি টঙ্গী বাজার এলাকার একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে ঢাকা থেকে ময়মনসিংহগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন আরিচপুর বউবাজার এলাকা অতিক্রম করার সময় অসতর্কভাবে ট্রেন লাইনে উঠে পড়েন লিটন। ঘটনার আকস্মিকতায় তিনি মাথা ঘুরিয়ে ট্রেন লাইনের উপর পড়ে যান। এতে দ্রুতগামী ট্রেনটির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে আরিচপুরস্থ তার বাসায় নিয়ে গিয়ে পুলিশকে খবর দেয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, এই ঘটনার পর একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।