Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ট্রাম্প মিত্রদের তৎপরতা, পেন্টাগনে বড় রদবদলের আভাস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্রাম্প মিত্রদের তৎপরতা, পেন্টাগনে বড় রদবদলের আভাস

November 14, 2024 08:27:29 PM   আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্প মিত্রদের তৎপরতা, পেন্টাগনে বড় রদবদলের আভাস

যুক্তরাষ্ট্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্রানজিশন টিম পেন্টাগনে বড় ধরনের রদবদলের সম্ভাবনা তৈরি করেছে। ট্রাম্পের মিত্ররা জয়েন্ট চিফস অব স্টাফসহ সামরিক কর্মকর্তাদের বরখাস্তের জন্য একটি তালিকা প্রস্তুত করছেন, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন নেতৃত্বে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানিয়েছেন, পেন্টাগনে এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এটি ট্রাম্পের প্রশাসন গঠনের সময় পরিবর্তিত হতে পারে। এ প্রসঙ্গে একজন কর্মকর্তা প্রশ্ন তোলেন, “গণহারে বরখাস্তের পরিকল্পনা বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে কিনা, এবং এটি কতটা কার্যকর হবে।”

বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, এই পরিকল্পনায় ট্রাম্পের জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে সম্পৃক্ত সামরিক কর্মকর্তাদের বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। উল্লেখযোগ্য যে, বব উডওয়ার্ডের ‘ওয়ার’ বইয়ে মিলি ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ আখ্যায়িত করেন, যা তার মিত্রদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে।

ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রীর পদে পিট হেগসেথকে নিয়োগের সম্ভাবনা সামনে আসার পরই সামরিক নেতাদের বরখাস্তের পরিকল্পনার গুঞ্জন ছড়িয়েছে। হেগসেথ তার একটি বইয়ে পেন্টাগনের রদবদলের গুরুত্বের ওপর আলোকপাত করেন, যেখানে তিনি বলেন, "পেন্টাগনের ঊর্ধ্বতন নেতৃত্বে আমূল পরিবর্তন আনা জরুরি।"

কিন্তু সাবেক এবং বর্তমান বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এই পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ইউক্রেইন এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে এত বড় পরিবর্তন ঝুঁকিপূর্ণ হতে পারে।