Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / টোল ছাড়াই ৯ ঘণ্টা ব্যবহার করা যাবে এক্সপ্রেসওয়ে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টোল ছাড়াই ৯ ঘণ্টা ব্যবহার করা যাবে এক্সপ্রেসওয়ে

December 21, 2024 07:51:10 PM   অনলাইন ডেস্ক
টোল ছাড়াই ৯ ঘণ্টা ব্যবহার করা যাবে এক্সপ্রেসওয়ে

‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে আর্মি স্টেডিয়াম এলাকার যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর আওতায় শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই ব্যবহার করা যাবে এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‘‘স্পিরিট অব জুলাই কনসার্ট’’ উপলক্ষে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতীত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী ‌র‍্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

এ অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।