Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

February 22, 2023 12:30:28 AM   দেশজুড়ে ডেস্ক
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো জন্য ঠাকুরগাঁওয়ের একতা প্রতিবন্ধী স্কুলের শিশুরা নিজের হাতে তৈরি করেছে শহীদ মিনার, সম্মান জানিয়েছেন ভাষাশহীদের প্রতি। সোমবার সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চুনিহাড়ি এলাকায় একতা প্রতিবন্ধী স্কুল ও উন্নয়ন পুনর্বাসন কেন্দ্রে গেলে চিত্রটি চোখে পড়ে।

প্রতিবারের মতো এবারও নিজ হাতে শহীদ মিনার তৈরি করেছে। এক এক করে মিনারে ফুল দিয়ে ভাষাশহীদরে শ্রদ্ধা জানায় প্রতিবন্ধী শিক্ষার্থীসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।

এর আগে স্কুলের পক্ষ থেকে একটি র‌্যালি বেব করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম। এ ৰসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত  ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট হাবিব উলব আহসান,ডাঃ আল মনছুর ক্তারা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শিক্ষার্থীদের সামনে ভাষার তাৎপর্য তুলে ধরেন এবং পরে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন