Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / এক্সক্লুসিভ / ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

November 19, 2022 08:11:18 AM  
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা দেশে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২০। 

শুক্রবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য দিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ২৫০ জন নতুন রোগী চিকিৎসার জন্য সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১৭১ জন। বাকি ৭৯ জন ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোয়।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা ৫১ হাজার ৬০২ ।

দেশেরপত্র/এম