
ভ্রাম্যমাণ প্রতিনিধি, জয়পুরহাট:
ঢাকার কমলাপুর থেকে ট্রেনে যাওয়ার পথে আয়তনা বেগম নামে ৪৭ বছর বয়সী দুই সন্তানের জননী এক নারী নিখোঁজ হয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০টায় তিনি কমলাপুর রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেস ট্রেনে আক্কেলপুর রেলস্টেশনে অভিমুখে রওনা করে আয়তনা বেগম।
পরিবারের সদস্যরা জানায়, ২৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তার পরিবার থেকে যোগাযোগ হলে তিনি তার পরিবারকে জানান ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনে অবস্থান করছেন। তারপর থেকে তার পরিবারের সদস্য তার সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ বিচ্ছিন্ন দেখায়।
জানা যায়, ওই নারীর গায়ের রং ফর্সা, ওজন ৪০ কেজি। তার পরনে ছিল কালো বোরকা ও কালো পিন্ট স্কার্ফ। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকলে নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে তার পরিবার- ০১৭২২-৩০৫০২৫, ০১৭৯৭-৪৫১৩১৬, ০১৭৬৩-০৫৭৯০৯।