Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ

November 03, 2024 05:37:34 PM   অনলাইন ডেস্ক
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সতর্কবার্তা দিলেন মেদভেদেভ

রাশিয়া-ইউক্রেন সংঘাতে উত্তেজনা আরও বাড়ানোর বিপদ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যদি এই সংঘাতকে জিইয়ে রাখার পদক্ষেপ নেন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়বে।

শনিবার এক সাক্ষাৎকারে মেদভেদেভ বলেন, “পরবর্তী মার্কিন নেতা যদি রাশিয়া-ইউক্রেন সংঘাতে আরও আগুন ঢালেন, তবে এটি একটি ভয়াবহ ভুল হবে এবং আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের পথে নিয়ে যাবে।”

তিনি ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস উভয়কে সতর্ক করে বলেন, “যে কেউ এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সে গুরুতর ভুল করবে।”

সাবেক এই রুশ প্রেসিডেন্ট আরও জানান, মার্কিন ‘ডিপ স্টেট’ বা প্রশাসনিক প্রভাবশালী শক্তিও বিশ্বযুদ্ধ চায় না। কারণ, পৃথিবী অচল হলে তারাও টিকে থাকতে পারবে না। তিনি মার্কিন অভিজাতদের উদ্দেশ্যে বলেন, “তারা যদি মনে করে রাশিয়া তার নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র ব্যবহারে বিরত থাকবে, তবে তারা মস্ত বড় ভুল করছে।”

সূত্র: তাস