Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তার নিয়োগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তার নিয়োগ

October 21, 2024 01:04:28 PM   শাহাদৎ হোসেন
তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তার নিয়োগ

বগুড়া, ঠাকুরগাঁও এবং ঝিনাইদহের বিভিন্ন আদালতে ২০০ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এর মধ্যে ১০৭ জন বগুড়ায়, ২১ জন ঠাকুরগাঁও এবং ৭২ জন ঝিনাইদহের আদালতে নিয়োগ পেয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, “আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ রোববার রাতে জারি করা হয়েছে।”

নিয়োগপ্রাপ্ত পদগুলোর মধ্যে রয়েছে: সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর।

নিয়োগ আদেশে উল্লেখ করা হয়, জেলা তিনটির জেলা ও দায়রা জজ আদালত এবং এর অধীন আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে আগে নিয়োগপ্রাপ্ত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নতুন ২০০ আইন কর্মকর্তাকে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম (টুকু) ও মো. আব্দুল বাছেদ। ঠাকুরগাঁও জেলায় জিপি ও পিপি হয়েছেন মোহাম্মদ সারওয়ার হোসেন ও মোহাম্মদ আব্দুল হালিম। ঝিনাইদহে জিপি ও পিপি হয়েছেন মো. মোকাররম হোসেন টুলু ও এসএম মশিয়ুর রহমান।