Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

October 23, 2024 01:42:51 PM   অনলাইন ডেস্ক
তারেকের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

সতের বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা চাঁদাবাজির চারটি মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি এ কে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ বুধবার এ আদেশ দেন। মামলার খারিজের আবেদনের শুনানি করেন তারেকের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, “চারটি মামলার কার্যক্রম বাতিলের জন্য আবেদন করেছিলাম। শুনানি শেষে কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে।”

তিনি আরও জানান, “এই চার মামলার এফআইআরে তারেকের নাম ছিল না। এরপরও তাকে বারবার রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন এখনো রয়েছে।”

তারেক রহমানের আরেক আইনজীবী বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, “নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া সব রাজনৈতিক মামলার নিষ্পত্তির পরেই তারেক রহমান নিজের মামলার নিষ্পত্তির আগ্রহের কথা জানিয়েছেন।”

২০০৪ সালের চাঁদাবাজির ঘটনা উল্লেখ করে ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ওই মামলাগুলো দায়ের করে। জরুরি অবস্থার ওই সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার বড় ছেলে তারেককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২০০৮ সালে মুক্তি পেয়ে তারা সপরিবারে লন্ডনে চলে যান, এবং এখনও সেখানেই আছেন।