Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দক্ষিণ আফ্রিকায় ট্যাক্সিকে লরিচাপা: পাঁচ বাংলাদেশি নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দক্ষিণ আফ্রিকায় ট্যাক্সিকে লরিচাপা: পাঁচ বাংলাদেশি নিহত

February 24, 2023 11:42:16 PM   দেশজুড়ে ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় ট্যাক্সিকে লরিচাপা: পাঁচ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের সড়কে লরিচাপায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। হতাহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

শুক্রবার সকাল ৯টার দিকে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় একটি ট্যাক্সিকে লরি চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, সকাল ৯টার দিকে পাঁচ বাংলাদেশি জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরে বুফুল এলাকায় পৌঁছলে তাদের বহনকারী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুই বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন,  প্রাথমিকভাবে জেনেছি, নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী ও একজনের বাড়ি নোয়াখালী। তাদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।