Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

January 15, 2025 11:09:06 AM   অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে রাজধানী সিউলের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

ইউনকে গ্রেপ্তার করতে গিয়ে তদন্তকারীরা প্রথমে তার নিরাপত্তা বাহিনীর বাধার সম্মুখীন হন। যদিও পরে বিশেষ পরিকল্পনার মাধ্যমে গ্রেপ্তার প্রক্রিয়া সফল হয়। এর আগে, চলতি মাসের শুরুতে ইউনের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে নিরাপত্তা বাহিনীর বাধার কারণে তদন্তকারীরা ব্যর্থ হন।

সামরিক আইন জারি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট গত ১৪ ডিসেম্বর ইউন সুক-ইওলকে অভিশংসিত করে। এর ফলে তিনি সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বরখাস্ত হন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ফৌজদারি তদন্ত শুরু করা হয়।

গত ৩১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার একটি আদালত ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তদন্তকারীরা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অপরাধের প্রমাণ খুঁজে পায়।

ইউনের সামরিক আইন জারির সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ক্ষমতার অপব্যবহারের নজির তৈরি করেছে।