
নবীগঞ্জ সংবাদদাতা, হবিগঞ্জ:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণার সকল মসজিদভিত্তিক মক্তবের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এদিন সকালে দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি মোশাহীদ চৌধুরীর সভাপতিত্বে এবং মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা মুনাঈম খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার নাদির সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন তালুকদার, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য শফিউল আলম ও রুকুদ মিয়া, গজনাইপুর ইউনিয়নের সদস্য জায়েদ মিয়া, শাহ জুবায়ের আহমদ এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল মুহিত, দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সদস্য ও সাংবাদিক তাজুল ইসলাম, মাওলানা ইবাদুর রহমান এবং আশরাফুল ইসলাম রুহান প্রমুখ।
প্রতিযোগিতায় দিনারপুর পরগণার ৬৮টি মসজিদের মোট ৩২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেরা ৯ জনকে পুরস্কার হিসেবে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তাদের ইমামদেরও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৩০ জনকেও সম্মাননা দেওয়া হয়। এ ছাড়াও বাকি অংশগ্রহণকারী সব মসজিদের ইমামদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের শেষে দিনারপুর ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি মোশাহীদ চৌধুরী ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।