Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / দীর্ঘ ৩ বছর পর ফের চালু হচ্ছে ফেনীর সীমান্ত হাট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দীর্ঘ ৩ বছর পর ফের চালু হচ্ছে ফেনীর সীমান্ত হাট

May 03, 2023 01:09:38 PM   দেশজুড়ে ডেস্ক
দীর্ঘ ৩ বছর পর ফের চালু হচ্ছে ফেনীর সীমান্ত হাট

এইচ এম আনোয়ার:
করোনা কালীন সময়ের বন্ধ করে দেয়া হয়েছিলো ফেনীর ছাগলনাইয়া সীমান্ত হাট। পুনরায় আগামী ৯ মে থেকে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার হাট বসবে।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ জানান, করোনাকালীন সময় দুই দেশের হাট ব্যবস্থাপনা কমিটির এক সিদ্ধান্তে সীমান্ত হাট বন্ধ করে দেয়া হয়েছিলো। এখন আবার উভয় দেশের এক বৈঠকে সীমান্ত হাট খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং সপ্তাহে একদিন মঙ্গলবার সীমান্তহাট খোলা রাখার সিদ্ধান্ত হয়।

তিনি আরও বলেন, একদিন আগে প্রতি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে টিকেট সংগ্রহ করতে হবে। সীমান্ত হাটের নিরাপত্তা ব্যবস্থা, হয়রানিও চোরা চালান বন্ধে স্ব-স্ব দেশের আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি বজায় রাখারও সিদ্ধান্ত গৃহীত হয় হয়।