Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / দেশে অপরাধের পরিমাণ বাড়েনি : প্রধান উপদেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশে অপরাধের পরিমাণ বাড়েনি : প্রধান উপদেষ্টা

March 03, 2025 02:29:24 PM   অনলাইন ডেস্ক
দেশে অপরাধের পরিমাণ বাড়েনি : প্রধান উপদেষ্টা

দেশে অপরাধের পরিমাণ বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি হিসাব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। আগের মতোই রয়েছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।


পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত ছয় মাসে ডাকাতির সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। এটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে— এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমরা। সমস্যার কথা আপনিও জানেন, আমিও জানি। প্রথমদিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনীকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম, তারা ভয়ে রাস্তায় নামছিল না।

কারণ কয়েক দিন আগেই তারা এদের গুলি করেছে। মানুষ দেখলেই তারা ভয় পায়। তাদের ঠিক করতে করতেই কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে।

মব জাস্টিস, গণপিটুনি, ধানমণ্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় ধরে এই ভাঙচুর চললেও সরকার বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা লক্ষ্য করা যায়নি— এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সময় নিচ্ছে (আইন-শৃঙ্খলা) বাহিনী। তারা এখনো প্রস্তুত হয়নি। তাদের মানসিকতা থেকে এখনো মুক্ত হতে পারেনি। এটা একটা বিষয় হতে পারে।


তিনি বলেন, আমরা বলেছি যেকোনো পুলিশ স্টেশনে গিয়ে তারা যেকোনো রিপোর্ট করতে পারে, আইনের আশ্রয় নিতে পারে। আমরা সেটাকে সহজ করেছি। এখন অনলাইনে মামলা করা যায়, যাতে মামলা করতে গিয়ে হয়রানির শিকার হতে না হয়। মামলার প্রক্রিয়াটা সহজ করেছি।