Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / দেশে গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন শহীদ জিয়া: বিএনপি নেতা টুকু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশে গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন শহীদ জিয়া: বিএনপি নেতা টুকু

January 12, 2025 10:35:42 AM   জেলা প্রতিনিধি
দেশে গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন শহীদ জিয়া: বিএনপি নেতা টুকু

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে একটি পোশাক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরির মূল উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনিই দেশে গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের মূল রেমিট্যান্স-ই আসে গার্মেন্টস শিল্প থেকে।

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় জিএম ফ্যাশন নামক পোশাক শিল্প কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১১ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে জিএম ফ্যাশনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর আগমনে অনুষ্ঠানস্থল আরও উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির এই শীর্ষ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন জিএম ফ্যাশনের চেয়ারম্যান খন্দকার জাহাঙ্গীর আলম।

শিল্প কারখানা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল, বাসন মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুরুজ্জাম।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আবু সাইদ তালুকদার নোমান ও মো. রুহুল আমিন রনি।