
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নৌকাডুবিতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
মকওয়া স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান জিবরিল আব্দুল্লাহি মুরেগি জানান, মঙ্গলবার রাতে নাইজার নদীতে প্রায় ৩০০ যাত্রী বহনকারী কাঠের নৌকাটি ডুবে যায়। এ পর্যন্ত প্রায় ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে, তবে উদ্ধার অভিযান এখনও চলছে।
নৌকাটি বার্ষিক মওলুদ উৎসব শেষে মুন্ডি থেকে গাবাজিবোতে ফেরার পথে ডুবে যায়। যদিও দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি, নাইজেরিয়ার নৌপথে অতিরিক্ত যাত্রী বহন ও নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণকে বেশিরভাগ দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।