
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলায় ভূমিহীন ও বৃত্তহীন পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সাংস্কৃতিক ক্যাটাগরীতে গ্রামীণ ব্যাংক নওগাঁ সদরের বোয়ালিয়া শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে ১১জন শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়। গ্রামীণ ব্যাংক বোয়ালিয়া শাখার শাখা ব্যবস্থাপক মোজাহিদ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের যোনাল ম্যানেজার আবুল বাসার। অন্যদের মধ্যে নওগাঁ এরিয়া ম্যানেজার মহিউদ্দীন আহমেদসহ শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, গ্রামীণ ব্যাংক নওগাঁ এরিয়ার অবশিষ্ঠ শাখায় আরো ১৩৩ জন শিক্ষার্থীর মাঝে চলতি জুন মাসে বৃত্তি প্রদান করা হবে।