ইলিশ সংরক্ষণ অভিযানের শেষ দিনে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মা ইলিশ রক্ষায় বড় ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ২০ জন জেলেকে আটক করা হয়।
অভিযানে প্রায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৯টি মাছ ধরার বোর্ড (নৌকা) এবং বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জন জেলেকে এক সপ্তাহের কারাদণ্ড এবং ১৫ জনকে ১ লাখ ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ। এতে আরও অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক ও নেছারাবাদ নৌ পুলিশের ওসি সুব্রত কুমার সরদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন,“সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ রক্ষা ও প্রজনন মৌসুমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও কিছু অসাধু জেলে আইন অমান্য করে নদীতে মাছ ধরছিলেন। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
নৌ পুলিশের ওসি সুব্রত কুমার বলেন,“ইলিশ সংরক্ষণে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। সাধারণ জেলেদের সচেতন করা ও আইন মানতে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চলবে, তবে যারা নিয়ম মেনে চলছেন তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অভিযান শেষে ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন,“ইলিশ দেশের সম্পদ, কেউ এ সম্পদ ধ্বংসের চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।”