Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / নিজের দুই মেয়েকে ৬ বছর ধরে ধর্ষণ, বাবার ৭০২ বছরের জেল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিজের দুই মেয়েকে ৬ বছর ধরে ধর্ষণ, বাবার ৭০২ বছরের জেল

August 18, 2023 02:01:29 PM   আন্তর্জাতিক ডেস্ক
নিজের দুই মেয়েকে ৬ বছর ধরে ধর্ষণ, বাবার ৭০২ বছরের জেল

নিজের দুই মেয়েকে ধর্ষণে দায়ে অভিযুক্ত এক বাবার ৭০২ বছরের জেল দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে ২৩৪ বার চাবুক মারার আদেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার একটি আদালত গত সোমবার এ রায় দিয়েছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার দুই মেয়েকে ৩০ বার ধর্ষণ করেছেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন। তার ওই দুই মেয়ের এখন একজনের বয়স ১২ বছর, আরেক জনের বয়স ১৫ বছর।

জঘন্য এ কাজ দেশটির জহর প্রদেশের মুয়ারের দুই স্থানে সংঘটিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ধর্ষণের ফলে এক মেয়ে গর্ভবতী হয়েছে।  ভয়াবহ এ অপরাধের কারণে অভিযুক্তকে এ কঠোর সাজা দাবি করে প্রসিকিউশন।

অভিযুক্ত আসামি অনুশোচনার পরেও বিচারক তার হালকা শাস্তির আবেদন নাকচ করে দিয়েছেন। ওই বিচারক জোর বলেছেন, এই অপরাধ অত্যন্ত গুরুতর। আসামি তার অপরাধ স্বীকার করে বলেছেন, ‘আমি আমার কৃতকর্মের (অপরাধ) সাজা মেনে নিচ্ছি।’

দেশটিতে এর আগে ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে জহরের এক ব্যক্তিতে ২১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে তাকে ৭৫টি বেত্রাঘাতের আদেশ দেওয়া হয়।