Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / নাটোর জেলা বিএনপির সভায় আহত নেতাকর্মীদের দেখতে সাবেক এমপি লালু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাটোর জেলা বিএনপির সভায় আহত নেতাকর্মীদের দেখতে সাবেক এমপি লালু

May 27, 2023 07:51:46 PM   উপজেলা প্রতিনিধি
নাটোর জেলা বিএনপির সভায় আহত নেতাকর্মীদের দেখতে সাবেক এমপি লালু

বিপ্লব রহমান:
কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (২৭শে মে ২৩) সকাল ৮টায় নাটোর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে সামনের সড়কে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে জনসমাবেশ পন্ড হয়ে যায়। এরপর হামলা-ধাওয়া-পাল্টা, ইট-পাথর নিক্ষেপের ঘটনায় নেতা-কর্মীদের মাঝে চরম উত্তেজনা জড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মী গুরুত্বর ভাবে আহত হয়েছে।

তাৎক্ষণিকভাবে দলীয় কার্যালয়ে ৩য়তলায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাবেশের দায়িত্বপ্রাপ্ত প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

নাটোর জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্ত্বে এবং সদস্য সচিব রহিম নেওয়াজ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, কাজী গোলাম মোরশেদ, বিএনপির নেতা রুহুল আমিন, আব্দুল আজিজ, তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ নাটোর জেলা ও উপজেলা-পৌর বিএনপির ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমুখ।

এরপর আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষে আহত সিংড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মানিক ও যুবদল নেতা রাজীবকে দেখতে ছুটে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ সহ উপজেলা বিএনপির ও অঙ্গদলের নেতৃবৃন্দরা।