Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নেত্রকোণায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোণায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

March 04, 2025 08:04:16 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোণায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় ইটভাটার মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নেত্রকোণা সদর উপজেলা শাখা ও স্থানীয় শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের আকন্দ, টিটু মাস্টার, সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, "ইটভাটার সাথে শত শত শ্রমিক জড়িত। আমরা ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।" তারা আরও বলেন, "জিগজাগ ইটভাটায় পরিদর্শনের নামে প্রতিনিয়ত হয়রানি, মোবাইল কোর্টের নামে জরিমানা ও ভাংচুর বন্ধের দাবি করছি।"

পরে নেতৃবৃন্দ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।