
নেত্রকোণায় সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দেশের সাধারণ জনগণকে বিনামূল্যে সরকারি আইনগত সহায়তা প্রদান কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা কমিটি, নেত্রকোণার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হাফিজুল রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা কমিটি, নেত্রকোণা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম এমদাদুল ইসলাম, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার, নেত্রকোণা, সহ আরও অনেকে।