
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নাতির বিয়ের দিন এক দাদা আত্মহত্যা করেছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের সিংবাড়ি বাজার এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ৮০ বছর বয়সী মো. মহব্বত আলী, যিনি দীর্ঘ ২৬ বছর সিংবাড়ি বাজার জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন, নিজের গলায় ধারালো দা চালিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা জানান, মহব্বত আলী বেশ কিছু দিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। যদিও তিনি চিকিৎসকদের পরামর্শে ছিলেন, কিন্তু এই ঘটনা ঘটানোর পূর্বে পরিবার কেউ কিছু টের পায়নি। বুধবার ছিল তার নাতি মো. বুলবুল হোসেনের বিয়ের দিন এবং বাড়ি ছিল অনেক অতিথির ভিড়। বিয়ের প্রস্তুতিতে সবাই ব্যস্ত থাকলেও দাদা সকলের অগোচরে ঘরের মধ্যে আত্মহত্যা করেন।
বুলবুল হোসেন জানান, “আমার দাদা দীর্ঘ সময় ধরে মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন। কিন্তু তার মানসিক অবস্থার কারণে আমরা তার প্রতি সতর্ক ছিলাম। তারপরও এমন একটি ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেনি।”
নিহতের বড় ছেলে, স্থানীয় সোনাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, “বিয়ের সকল কাজ শেষে যখন হঠাৎ বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখলাম, তখন কিছুই বুঝতে পারলাম না। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, পুলিশের দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।