
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এম.এম আশিক রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের এমপি মোঃ শিবলী সাদিক। বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদাউস ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, আকরাম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম প্রমুখ।