
নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে মাগুরার শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার মিনি স্টেডিয়াম মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকে ‘ইসলামবিরোধী’ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। তারা বলেন, গত ১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশন একটি সুপারিশপত্র জমা দেয়, যেখানে সব ধর্মের নারীদের জন্য সমানাধিকার নিশ্চিত করতে 'অভিন্ন পারিবারিক আইন' প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে। এতে বিয়ে, তালাক, উত্তরাধিকার, ভরণপোষণসহ ধর্মীয় বিধানবিরোধী কিছু প্রস্তাব রাখা হয়েছে।
বক্তারা অভিযোগ করেন, এসব সুপারিশ কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক এবং ধর্মীয় বিশ্বাসে আঘাত হানে। তারা আরো বলেন, অতীতে এমন প্রচেষ্টা ছিল, কিন্তু ধর্মপ্রাণ মানুষের প্রতিবাদে তা আটকে গিয়েছিল। বক্তারা জানান, যদি এমন কোনো আইন পাস করার চেষ্টা করা হয়, তবে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
হেফাজতে ইসলামের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ জিহাদুল ইসলাম, সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিমসহ শতাধিক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, আগামী ৩ মে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।