Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নির্বাহী আদেশে বুধবারের মধ্যে নিষিদ্ধ হতে পারে জামায়াত: আইনমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নির্বাহী আদেশে বুধবারের মধ্যে নিষিদ্ধ হতে পারে জামায়াত: আইনমন্ত্রী

July 30, 2024 06:06:54 PM   অনলাইন ডেস্ক
নির্বাহী আদেশে বুধবারের মধ্যে নিষিদ্ধ হতে পারে জামায়াত: আইনমন্ত্রী

 

নির্বাহী আদেশে আগামীকাল বুধবারের মধ্যে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

এ সময় তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আগামী কালের মধ্যে একটা ব্যবস্থা নেয়ার। আমি আশা করি কিছুক্ষণ পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো। সেখানে আমরা সিদ্ধান্ত নেবো কোন আইনি প্রক্রিয়ায় জামায়াত নিষিদ্ধ হবে”।

নির্বাহী আদেশেই জামায়াত নিষিদ্ধ হবে জানিয়ে আইনমন্ত্রী মি. হক বলেন, “যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশেই করা হয়। সেটা কোন বিচার বিভাগীয় আদেশে হয় না”।

জামায়াত শিবির নিষিদ্ধ হলে দেশের পরিস্থিতি শান্ত হবে বলেও মন্তব্য করেন সরকারের এই মন্ত্রী।

এর আগে সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।