Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে জোড়া খুন: খোকন ও তার স্ত্রীসহ আসামী ৩০ জন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে জোড়া খুন: খোকন ও তার স্ত্রীসহ আসামী ৩০ জন

June 04, 2023 11:13:58 AM   জেলা প্রতিনিধি
নরসিংদীতে জোড়া খুন: খোকন ও তার স্ত্রীসহ আসামী ৩০ জন

নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীতে জোড়া খুনের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা  বিএনপির আহ্বায়ক খাইরুল কবীর খোকন ও তার স্ত্রীসহ ৩০ জনকে এজাহার নামীয় ও আরো অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে সদর মডেল থানায় মামলা করা হয়েছে। এ মামলায় জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকন ও তার স্ত্রী শিরীন সুলতানাকে আসামী করা হয়েছে।এদিকে সাদেক হত্যায় মামলা হলেও আশরাফুল নিহতের ঘটনায় পরিবারের তরফে কোন অভিযোগ করা হয়নি।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঞা বলেন, জোড়া খুনের ঘটনায় সাদেকের ভাই বাদী হয়ে মামলা করেছেন। তবে আশরাফুলের পরিবার এখনো থানায়  কোন অভিযোগ না দিলেও পরবর্তীতে অভিযোগ করতে পারবে। মামলার বাদী নিহত সাদেকুর রহমানের বড় ভাই আলতাফ হোসেন মেম্বার মামলা রুজু করেন।

তিনি আরও বলেন, তার ভাইয়ের সঙ্গে যেহেতু খাইরুল কবীর খোকনের সাথে বিরোধ ছিলো তাই পরিকল্পিত ভাবে খাইরুল কবীর খোকন এ ঘটনা ঘটিয়েছে তাই প্রশাসনকে তদন্ত সাপেক্ষে আসামী করার জন্য বলা হয়েছে। এ মামলায় যদি কোন নির্দোষ নিরপরাধ কেউ আসামী হয়ে যায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই পরবর্তীতে তাকে এ মামলা থেকে বাদ দেয়া হবে।

স্থানীয় এলাকাবাসী প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এ ঘটনার মূল নায়ক শহর যুবদলের যুগ্ম আহবায়ক আল আমীন ইতোপূর্বেও আগ্নেয়াস্ত্রসহ পুলিশের হাতে কয়েকবার আটক হয়েছেন আল আমীন তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। চার মাস আগে নাহিদকে জেলা ছাত্রদলের সভাপতি ও রিফাতকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণার পর সিনিয়র  সহ- সভাপতি মাইন উদ্দিন বিদ্রোহ শুরু করেন। তার সাথে যোগ দেন অভি, আনন্দ ও নিহত সাদে সহ বেশ কিছু ছাত্রদলের নেতাকর্মীরা। নরসিংদী জেলা বিএনপির আহবায়কের সাথে সদস্য সচিবের কোন্দলের ফসল এ জোড়া খুন বলেই মনে করছে নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী।

তারা বলেন, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকনের সাথে সদস্য সচিব মনজুর এলাহীর কোন্দলের ফসল এ জোড়া খুন। এদিকে ঘটনার নায়ক আল আমীনকে আটক করার কথা অস্বীকার করেন মামলার আইও অভিজিৎ চন্দ্র সরকার অভিজিৎ চন্দ্র জানান সাদেকুর রহমান নিহতের ঘটনায় খাইরুল কবীর খোকনকে প্রধান আসামী করে ৩০ জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে জেলা যুবদলের সভাপতি মোহসিন হোসাইন বিদ্যুৎ, চিনিশপুরের বাসিন্দা ব্যবসায়ী কামাল হোসেন ওরফে পাইপ কামাল ও তার ভাগীনা রাসেল মিয়া ও সজীবকে আটক করা হয়েছে ও অন্যান্য আসামীরা এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার বিকালে নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি মাইন উদ্দিন ভুইয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়। শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ে যাওয়ার পথে জেলখানা মোড়ে পৌঁছালে পরপর দুই রাউন্ড গুলি করা হয় এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং মিছিলের সামনে থাকা ছাদেকুর রহমান সাদেক ও আশরাফুল হক মাটিতে লুটিয়ে পড়েন সাদেকুর রহমানের মাথায় ও আশরাফুলের পিঠে গুলিবিদ্ধ হন ঘটনার দিন সন্ধ্যায় সাদেক মারা যান ও পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মারা যান।