Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নরসিংদীতে অর্ধশতাধিক সাংবাদিক সংগঠন! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নরসিংদীতে অর্ধশতাধিক সাংবাদিক সংগঠন!

March 09, 2025 08:15:45 PM   উপজেলা প্রতিনিধি
নরসিংদীতে অর্ধশতাধিক সাংবাদিক সংগঠন!

নরসিংদী জেলায় বর্তমানে সাংবাদিক সংগঠনের নামে অনিয়মতান্ত্রিক সংগঠন গঠনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ জেলায় প্রায় ৫০-৬০টি সাংবাদিক সংগঠন থাকলেও বাস্তবে ১০টিরও কম সংগঠনের নিজস্ব কার্যালয় ও গঠনতন্ত্র রয়েছে। বেশিরভাগ সংগঠনের সদস্য সংখ্যা আইনানুগ ন্যূনতম সীমার চেয়েও কম।

অনুসন্ধানে জানা যায়, সাংবাদিকতার নামে এক শ্রেণির মানুষ তথ্য সন্ত্রাসে লিপ্ত হয়ে রয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি করছেন। এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কঠিন ঝামেলা পোহাতে হয়। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা গেলেও আইসিটি মামলার জন্য ঢাকার নির্দিষ্ট আদালতে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সাংবাদিক পরিচয় দিয়ে ঠিকাদারি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

জানা গেছে, সম্প্রতি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় সাংবাদিকদের মধ্যে বিভিন্ন পদত্যাগ ও ঝামেলা সৃষ্টি হয়েছে। শিবপুরে শুরু হয়েছে কামড়াকামড়ি, নরসিংদী সদরে একই অবস্থা, মাধবদীতে একই পরিস্থিতি, পলাশে দুটি প্রেসক্লাব এবং মনোহরদীতে তিনটি প্রেসক্লাব রয়েছে। এছাড়া নরসিংদী জেলায় নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী জেলা প্রেসক্লাব ও জেলা প্রেস ক্লাব নরসিংদী নামে তিনটি প্রেসক্লাব এবং মাধবদী প্রেস ক্লাব ও মাধবদী থানা প্রেস ক্লাব নামে দুটি প্রেসক্লাব রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, একই ব্যক্তি তিন-চারটি সংগঠনে থাকেন এবং নেতৃত্ব দেন। আঞ্চলিক পত্রিকাগুলোরও তিন-চারটি সংগঠন রয়েছে।

এদিকে এমন পরিস্থিতিতে নরসিংদীর প্রকৃত সাংবাদিকরা ভুঁইফোড় সংগঠন ও তথাকথিত অপসাংবাদিকদের চিহ্নিত করতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। নরসিংদীর হলুদ সাংবাদিকদের তালিকা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল জানিয়েছেন, “আমরা অপসাংবাদিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি, মিথ্যা প্রচারণা ও তথ্য সন্ত্রাস করছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে।”

নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান পিটু বলেন, “অপসাংবাদিকরা তথ্য সন্ত্রাস এবং চিটার-বাটপার কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে কাজ করব।”

সাংবাদিক নেতারা সাংবাদিকতার মহান পেশার মর্যাদা রক্ষা এবং প্রকৃত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অপসাংবাদিকতা রুখতে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবে এদের বয়কট করারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।