Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়

August 23, 2024 07:04:11 PM   স্টাফ রিপোর্টার
নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়

নোয়াখালী প্রতিনিধি:
চলমান বন্যার পানিতে রাস্তাঘাট ঘরবাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও। অনেক ২ তলা ৩ তলা বিদ্যালয় ভবনগুলো বন্যার্তদের আশ্রয়কেন্দ্রে পরিণত হলেও একতলা বিদ্যালয় ভবনগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ীর চাষীরহাট নুরুল হক উচ্চবিদ্যালয়। 
আজ শুক্রবার (২৩ আগস্ট) নোয়াখালীর চাষীরহাট এলাকা ঘুরে দেখা গেছে, চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে গলা সমান পানি। যে মাঠে প্রতিদিন বিকালে খেলাধুলা করত শিক্ষার্থীরা সেই মাঠ যেন এখন বিশাল দিঘী। বিদ্যালয়ে ঢোকার রাস্তাকে দেখে মনে হবে জোয়ারের পানিতে দুকূল ছাপিয়ে যাওয়া কোনো খাল। পানি স্কুল ভবনের ছাদ ছুঁই ছুঁই করছে। স্কুলের আসবাবপত্র থেকে শুরু করে প্রায় সবকিছুই পানিতে ডুবে আছে। ক্লাসরুমগুলো বিভিন্ন সরীসৃপ ও উভচর প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। ক্লাসরুমের চেয়ার, টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চগুলো পানিতে তলিয়ে আছে। দুই একদিনে পানি নেমে না গেলে এগুলোতে পচন ধরার শঙ্কা রয়েছে। 

456384979_1197145868170771_8799561293378814717_n

বিদ্যালয়ের একমাত্র টিউবয়েলটিও তলিয়ে গেছে। এই টিউবয়েল থেকে শুধু শিক্ষার্থীরাই পানি পান করত না স্থানীয় অধিবাসীরাও এর সুমিষ্ট পানি ব্যবহার করত। বিদ্যালয়ের টয়লেটটিও পানিতে ডুবে গেছে। 
শিক্ষার্থীদের নিজ হাতে বিদ্যালয়ে রোপণ করা আমগাছগুলো যেন বেঁচে থাকার তাগিদে গলাসমান পানিতে মাথা উঁচু করে নিঃশ্বাস নিচ্ছে। পানি আরো একটু বাড়লেই এগুলোও তলিয়ে যাবে। বিদ্যালয়ের আঙিনায় শিক্ষার্থীদের রোপণ করা ফুলের বাগান ও সবজি বাগানও তলিয়ে গেছে। 
ডিঙ্গি নৌকা নিয়ে স্কুলের অবস্থা পরিদর্শন করতে আসা সপ্তম শ্রেণির শিক্ষার্থী তালেবুন আফসোস করে বলে, আমাদের সব আমগাছগুলো ডুবে গেছে। প্রতিবছরই এই গাছগুলোতে আম ধরে। আমরা একটা আমও ছিঁড়ি না। পরিপক্ক হলে স্যাররা আমাদের নিয়ে আম পেড়ে সবাইকে সমানভাবে ভাগ করে দেন। প্রতিবছর শহীদ মিনারে এই ফুলের বাগান থেকেই ফুল দেই। সবজি বাগনের সবজি দরিদ্র শিক্ষার্থদের পরিবারকে দেওয়া হয়। আমাদের ক্লাসরুমের বেঞ্চগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের হয়ত ফ্লোরে বসে ক্লাস করতে হবে। 

454620464_1675022193285743_2322415544782801749_n

চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান বলেন, বন্যায় বিদ্যালয়ের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। নতুন কেনা বেঞ্চগুলো নষ্ট হয়ে গেলে শিক্ষার্থীদের ক্লাস নিতে সমস্যা হবে বলে জানান তিনি। 
তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গণঅভ্যূত্থানের পর আইন-শৃঙ্খলার পরিস্থিতি টালমাটাল থাকা অবস্থা পর্যন্ত বিদ্যালয়ে ঠিকমতো শিক্ষাকার্যক্রম চালু ছিল না। যখনি সবকিছু স্বাভাবিক হয়ে সুন্দর একটি পরিবেশ তৈরি হলো তখনি শুরু হলো বন্যা। এসব কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিরূপ প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি।