Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / পাকিস্তানের কুররামে শিয়া-সুন্নীর দাঙ্গায় নিহতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাকিস্তানের কুররামে শিয়া-সুন্নীর দাঙ্গায় নিহতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে

December 01, 2024 07:08:46 PM   আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের কুররামে শিয়া-সুন্নীর দাঙ্গায় নিহতের সংখ্যা ১৩০ ছাড়িয়েছে

 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখওয়া প্রদেশের কুররাম জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। আফগানিস্তানের সীমান্তঘেঁষা এই অঞ্চলে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সহিংসতায় মৃতের সংখ্যা ১৩৩ ছাড়িয়েছে।

কুররাম কয়েক দশক ধরেই শিয়া-সুন্নী সংঘাতের কেন্দ্রস্থল। জমি ও স্থানীয় বিরোধের জের ধরে সশস্ত্র সহিংসতা অব্যাহত রয়েছে। গত মাসে শিয়া গাড়ি চালকদের ওপর বন্দুকধারীদের হামলার মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। এতে ৪৩ জন নিহত হন। পাল্টা প্রতিশোধমূলক সংঘর্ষে আরও বহু প্রাণহানি ঘটে।

খবর অনুযায়ী,  গত দেড় সপ্তাহের সহিংসতায় ১৩৩ জন নিহত হয়েছেন,  প্রায় ১০০ জন আহত অবস্থায় পারাচিনার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

সুন্নী উপজাতিরা পারাচিনার-পেশোয়ার সংযোগ সড়ক অবরোধ করে রেখেছে, যা আহতদের চিকিৎসায় বাধা সৃষ্টি করছে। গত সপ্তাহে পাকিস্তান সরকারের মধ্যস্থতায় লড়াইবিরতির ব্যবস্থা করা হলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি।

খাইবার পাখতুনখওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন খান গান্ধাপুর কুররাম পরিদর্শন করে উপজাতীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে কেউ অস্ত্র ব্যবহার করবে, তাকে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে।”

পারাচিনার জেলা হাসপাতালের ডাঃ সৈয়দ মীর হাসান জানিয়েছেন, আহতদের চিকিৎসা ও অস্ত্রপচার করতে চিকিৎসকরা দিনরাত কাজ করে চলেছেন। তবে সড়ক অবরোধের কারণে গুরুতর আহতদের পেশোয়ারের বড় হাসপাতালে স্থানান্তর কঠিন হয়ে পড়েছে।

সরকারি নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। তবে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মধ্যকার দীর্ঘস্থায়ী বৈরিতার কারণে পরিস্থিতি শান্ত হতে সময় লাগবে বলে মনে করছেন স্থানীয় কর্মকর্তারা।