Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / পাঁচ বছর পর ফিরে এসেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাঁচ বছর পর ফিরে এসেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

August 07, 2024 08:31:54 PM   অনলাইন ডেস্ক
পাঁচ বছর পর ফিরে এসেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ ৫ বছর ৩ মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে। বুধবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয় বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। এরপর থেকে তাঁর কোন হদিস মিলেনি। ইউপিডিএফ বরাবরই অভিযোগ করেছে, রাষ্ট্রীয় সংস্থা তাকে গুম করে রেখেছে।

নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেল চাকমার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও এতদিন সরকারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ইউপিডিএফ।

এর আগে বহু বছর রাষ্ট্রীয় বাহিনীর কাছে আটকাবস্থায় থাকার পর মুক্তি পেয়েছেন জামায়াতের সাবেক দুই শীর্ষ নেতার দুইজন সন্তান।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় গত ১৫ বছরে বহু মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কোন অভিযোগ ছাড়াই তুলে নিয়ে যায়। কারো কারো বিরুদ্ধে মামলা ছিল। তুলে নিয়ে যাওয়া বহু ব্যক্তির খোঁজ বছরের পর বছর গড়িয়ে গেলেও মেলেনি।