Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

June 04, 2023 07:16:56 PM   উপজেলা প্রতিনিধি
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০৪ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট গোয়ালপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু সোহান একই গ্রামের জাকির হোসেনের ছেলে। সে গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানায় পরিবারটি।

পারিবারের সদস্যরা জানায়, দুপুরে স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরে সোহান। এক পর্যায়ে সকলের অজান্তে বাড়ি থেকে বেশ কিছু দূরে থাকা একটি পুকুরে গোছল করতে নামে সে। এসময় পুকুরের পানিতে ডুবে যায়। কিছু সময় পর স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজোয়ানুল্লাহ বলেন, শিশুটিকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।