Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

September 15, 2024 09:26:31 PM   জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের পৃথক এলাকায় খেলার সময় পুকুরে পড়ে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলি ঝাকুয়া পাড়া গ্রামের রবিউল ইসলাম (১১) এবং পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নুর ইসলাম (৫)।

রবিউল ইসলাম চুচুলি সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে তিনি ডুবে যান। সহপাঠীরা তাকে দেখতে না পেয়ে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করে এবং গভীর পানির তল থেকে রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সাতমেরা ইউনিয়নের সিতলী হাসনা গ্রামে নুর ইসলাম খেলার সময় পুকুরে পড়ে ডুবে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড়ের আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া এবং সাতমেরা ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।