Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

February 22, 2023 11:58:07 PM   দেশজুড়ে ডেস্ক
পঞ্চগড়ে বুদ্ধি প্রতিবন্ধীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাজেদুল ইসলাম সাজু (২৬) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত বুদ্ধি প্রতিবন্ধী সাজু বামনপাড়া গ্রামের মৃত কশির উদ্দীনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজ শয়ন ঘরে ঘুমাতে যায় সাজু। বুধবার সকালে তার মা তাকে ঘরে ডাকতে গেলে ঘরের স্বরের সাথে লাইলন দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার ও কান্নায় পরিবারের অন্য সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ নামিয়ে প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানায় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আমানুল্লাহ।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।