Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পুঠিয়ায় প্রদর্শনী ভুট্টা ক্ষেত পরিদর্শনে কৃষি সচিব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুঠিয়ায় প্রদর্শনী ভুট্টা ক্ষেত পরিদর্শনে কৃষি সচিব

March 06, 2023 12:37:51 AM   দেশজুড়ে ডেস্ক
পুঠিয়ায় প্রদর্শনী ভুট্টা ক্ষেত পরিদর্শনে কৃষি সচিব

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
পুঠিয়ায় প্রদর্শনী ভুট্টার ক্ষেত পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। শনিবার দুপুরে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুরহাট বিহারীপাড়ার ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব অর্থায়নে ও পুঠিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষক আ. তারিক এর ৩৩ শতক জমিতে কাবেরী-৬৩। জাতের ভুট্টা প্রদর্শনী ক্ষেতে সচিব ওয়াহিদা আক্তার উপস্থিত হন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কৃষি কার্যালয়ের অতিরিক্ত পরিচালক শামছুল ওয়াদুদ, রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের।উপপরিচালক মোজদার হোসেন, রাজশাহী কৃষি সম্পসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে ছালমা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ, উপজেলা কৃষি অফিসার হুসনা ইয়াছমিন ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তাগণ।

এসময় সচিব ওয়াহিদা আক্তার ফসলে কীটনাশক ব্যবহার না করে ফসল ফলানোর পরামর্শ দেন। অতিরিক্ত সার ব্যবহারের ফলে কৃষক ক্ষতিগ্রস্থ হয় অন্যদিকে জমির উর্ব্বরতা দিন দিন কমে যায়। এছাড়াও তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষের উপর জোর দেন।