Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পিনাকল স্পোর্টসের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পিনাকল স্পোর্টসের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

April 12, 2025 10:34:22 PM   অনলাইন ডেস্ক
পিনাকল স্পোর্টসের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোখলেছুর রহমান সুমন:
রাজধানীর উত্তরায় পিনাকল স্পোর্টসের আয়োজনে ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উত্তরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের সরব উপস্থিতিতে এসময় উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

এদিন শুরুতে পিনাকল স্পোর্টসের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত হয় বাচ্চাদের ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, মোরগ লড়াই, ছেলেদের ২০০ মিটার দৌড়, বেলুন ফাটানো, ছেলেদের একক ও দলীয় দৌড় প্রতিযোগিতা, নারীদের দৌড়, বয়স্কদের দড়ি টানাসহ প্রায় ৩০ ধরনের খেলাধুলা।

মধ্যাহ্নভোজের পর শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত শিল্পীরা। শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় দলীয় সংগীতও।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদা, হেযবুত তওহীদের  ঢাকা বিভাগীয় সহ-সভাপতি আল-আমিন সবুজ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী, ঢাকা জেলা সভাপতি ইউনুস মিয়া, ঢাকা দক্ষিণের সভাপতি মেজবাহ উদ্দিন, উত্তরা জোনের সভাপতি শহিদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় আমির আশিক মাহমুদ, নারায়ণগঞ্জ অঞ্চলের আমির আরিফ উদ্দিন, তারুণ্যের সভার সভাপতি আয়েশা সিদ্দিকা, ঢাকা বিভাগীয় নারী নেত্রী তাসলিমা ইসলাম এবং নোয়াখালীর শহীদী জামে মসজিদের খতিব রাকিব আল হাসান লিহি প্রমুখ।