Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পূবাইলে মধ্যরাতে গার্মেন্টসে ডাকাতি করতে গিয়ে গণপিটুনি, গ্রেফতার ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পূবাইলে মধ্যরাতে গার্মেন্টসে ডাকাতি করতে গিয়ে গণপিটুনি, গ্রেফতার ৫

December 23, 2024 08:21:50 PM   জেলা প্রতিনিধি
পূবাইলে মধ্যরাতে গার্মেন্টসে ডাকাতি করতে গিয়ে গণপিটুনি, গ্রেফতার ৫

গাজীপুর সংবাদদাতা:
বন্ধ থাকা একটি পোশাক কারখানায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় এলাকাবাসী। গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকায় অবস্থিত ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড নামক গার্মেন্টসে গত রবিবার দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন্ধ থাকা ওই গার্মেন্টসের এসিস্টেন্ট এডমিন মো. বাবুল বাদী হয়ে গাজীপুর মহানগরের পূবাইল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, জামালপুর জেলার রহিম মিয়ার ছেলে চান মিয়া (২৯), গাজীপুরের আ: লতিফ মিয়ার ছেলে মো. মামুন (৩০), মৃত খুরশেদ আলমের ছেলে মো. রাসেল (২৭), চাঁদপুর জেলার মৃত নাজির হোসেনের ছেলে মো. সোহাগ ও শেরপুর জেলার বাদশা মিয়ার ছেলে মো. সোহেল।

গার্মেন্টসের এসিস্টেন্ট এডমিন ও মামলার বাদী বাবুল মিয়া জানান, গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় গার্মেন্টসটি অবস্থিত। গার্মেন্টসের পাশ্ববর্তী স্থানীয় বাসিন্দা রিফাতের মাধ্যমে তিনি জানতে পারেন, অস্ত্র নিয়ে ৭/৮ জন ডাকাত ওই গার্মেন্টসের ভিতর অবস্থান করছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, স্থানীয় এলাকাবাসী ডাকাত সদস্যদের আটক করে মারধর করছে।

পূবাইল থানা পুলিশ জানায়, ওই গার্মেন্টসে ডাকাতি করতে গেলে স্থানীয় এলাকাবাসী ডাকাত সদস্যদের আটক করে পিটুনি দেয়। পরে আহত ডাকাত সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গার্মেন্টসের এসিসেন্ট এডমিন বাবুল বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কাটিং প্লাস, ১টি কাটিং কেচি, ১টি ছুরি, ১টি চাকু জব্দ করা হয়।