Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ চারজন আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ চারজন আটক

April 22, 2025 12:46:54 PM   অনলাইন ডেস্ক
পাবনায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ চারজন আটক

পাবনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) কাশিপুর, হেমায়েতপুর মালিথা পাড়া ও মোহরপুর এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

সন্ধ্যায় পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

আটক চারজন হলেন- দোহারপাড়া এলাকার মৃত শেখ ফরিদের ছেলে জাহিদ হাসান রানা (৩৩), হেমায়েতপুর মালিথা পাড়ার এস এম আজমের ছেলে সাজ্জাদ হোসেন (২৬), কিসমত প্রতাপপুর এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল রানা (৪১) এবং মোহরপুর এলাকার কুদ্দুস শেখের ছেলে রাসেল হোসেন (৪৫)।

জব্দ করা অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬২ রাউন্ড গুলি, একটি তুরস্কের তৈরি ১২ বোর শটগান, পাঁচ রাউন্ড শটগানের গুলি, ৪ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম হেরোইন।

পুলিশ সুপার জানান, ডিবির ওসি হাসান বাসিরের নেতৃত্বে কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান রানাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ৫০ পিস ইয়াবা।

একই টিম হেমায়েতপুর মালিথা পাড়ার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও আব্দুল রানা নামের দুইজনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি, ৪৯ রাউন্ড ২২ বোরের গুলি, ৪ হাজার পিস ইয়াবা ও ৮০ গ্রাম হেরোইন।

অপর অভিযানে ডিবির এসআই বেনু রায়ের নেতৃত্বে মোহরপুর এলাকার একটি সুতার কারখানার পাশে অভিযান চালিয়ে রাসেল হোসেনকে আটক করা হয়। তার ঘরের চৌকির নিচ থেকে একটি বিদেশি শটগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এসব ঘটনায় পাবনা সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর আটক চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।